যশোরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, যশোর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রতি জনগণের আগ্রহ নেই দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৫ (মনিরামপুর উপজেলা) আসনের জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম।

বৃহস্পতিবার রাতে মনিরামপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এমএ হালিম।

এ সময় এমএ হালিম বলেন, ‘দেশের বড় একটি দল নির্বাচন বয়কট করেছে। তারপরও জনগণের ভোট পাওয়ার আশায় নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু নিশ্চিত হয়েছি যে বেশিরভাগ মানুষ ভোট দিতে যাবে না। সে কারণে নেতাকর্মীদের সাথে কথা বলে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালাম’।
তিনি আরও বলেন, ‘আমি কোনো প্রার্থীকে সমর্থন করছি না। যতক্ষণ মাঠে ছিলাম, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সহযোগিতা পেয়েছি। কিন্তু এখানে আওয়ামী লীগের দুই প্রার্থী মুখোমুখী, সংঘাতের আশঙ্কা রয়েছে। সাধারণ ভোটার ও আমার দলীয় নেতাকর্মীদের সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights