যুক্তরাষ্ট্রে ঈদ জামাতে গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা-প্রতিবাদ

যুক্তরাষ্ট্র প্রতিনিধিx
ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপণের শ্লোগানে নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় বুধবার ( ১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

নিউ ইয়র্ক অঞ্চলে প্রবাসীদের সর্ববৃহৎ ঈদ জামাতে অংশ নিয়ে স্টেট অ্যাসেম্বলীম্যান যোহরানকে মামদানী ‘ফ্রি প্যাালেস্টাইন’শ্লোগানের সাথে টানা ৫ মিনিটের বক্তব্যে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কেন বাইডেন প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না, কেন নিউইয়র্কের সিটি মেয়র গণহত্যার অসহায় ভিকটিম ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হচ্ছেন না প্রসঙ্গ উপস্থাপন করেন।

তিনি বলেন, রমজানের ৩০ দিনের একদিনও ফিলিস্তিনি ভাই-বোনেরা সেহরী গ্রহণ কিংবা ইফতার গ্রহণে সক্ষম হননি। অনাহারে নারী ও শিশুসহ অনেকের প্রাণ ঝরেছে। এমন নির্দয় আচরণকারিদের দমাতে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান রাখেন যোহরান।
জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) ব্যবস্থাপনায় কুইন্সের টমাস এডিসন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ জামাতে মূল বক্তব্য উপস্থাপনকালে ইমাম শামসি আলীও পরম করুণাময়ের দয়া প্রার্থনা করেন অকথ্য বর্বরতা আর জঘন্য হত্যাযজ্ঞ থেকে ফিলিস্তিনিদের রক্ষার জন্যে।

এসময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে সকলকে ঈদ মুবারক জানান নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা। মুসল্লীগণকে ঈদ মুবারক জানিয়ে আরো বক্তব্য দেন স্টেট সিনেটর জন ল্যু, ডিস্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা ক্যাটজ প্রমুখ। ঈদ জামাতে ইমামতি করেন জেএমসির পেশ ইমাম মাওলানা আবু জাফর বেগ।

নিউইয়র্ক সিটির ওজোনপার্কে মসজিদ আল আমান, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ব্রঙ্কসে পার্কচেস্টার জামে মসজিদ, নিউজার্সিতে প্যাটারসন মসজিদ, ফ্লোরিডায় ওয়েস্ট পামবীচ, ডেলরেবীচে আল আমিন ইসলামিক সেন্টার এবং ইসলামি সেন্টার অব বোকারেটন মসজিদের সম্মুখস্ত মাঠে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নিউইয়র্কে ঈদ উপলক্ষে ছুটি থাকায় প্রতিটি জামাতেই নতুন প্রজন্মের উপস্থিতি ছিল লক্ষনীয়।

জাতিসংঘ সদর দফতরেও ছুটি পালিত হয় এ উপলক্ষে। মুসলিম আমেরিকানসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদ মুবারক জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্তনি জে ব্লীঙ্কেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স তথা কেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে তিন সহস্রাধিক মসজিদের ব্যবস্থায় বুধবার ঈদুল ফিতরের প্রতিটি জামাতেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্যে পরম করুণাময়ের দয়া চেয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights