যেমন আছে ‘দেউলিয়া’ শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট দেশটির মানুষদের ফেলেছে বহুমুখী বিপদে। সবচেয়ে ঝুঁকিতে পড়েছে শিক্ষা খাত। কাগজের অভাবে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা নেওয়া যায়নি, তেমন অনেক অভিভাবকের সন্তানদের স্কুলে পাঠানোর সক্ষমতাও নেই।

সন্তানদের শিক্ষা জীবন নিয়ে চরম দুঃশিন্তায় দিন কাটছে লঙ্কানদের। এক নারী জানিয়েছেন, অর্থের অভাবে সন্তানকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। এবার আতশবাজি বিক্রি করছেন, সন্তানদের স্কুলে পাঠানোর অর্থ যোগাতে।

মূল্যস্ফীতির কারণে ৯৫ শতাংশ বেড়ে শ্রীলঙ্কায় খাদ্যপণ্যের দাম। অনেক সময় তাই অনেক পরিবারকে না খেয়েও থাকতে হয়।
শ্রীলঙ্কার অনেক স্কুলে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে না। অন্যদিকে ইউনিফর্ম, পরিবহনসহ নানা খরচ মেটাতে গিয়ে শিক্ষা অনেকের জন্য হয়ে পড়ছে স্রেফ বিলাসিতা।

ওই নারী জানিয়েছেন, তার সন্তানদের স্কুলে পাঠাতে প্রতিদিন ৪০০ রুপির মতো লাগবে। আর সেই অর্থ জোগাড় করা এখন দুরূহ ব্যাপারই তাদের জন্য।

জানা গেছে অনেক এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার কমেছে ৪০ শতাংশ। অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে ব্যস্ত থাকা লঙ্কান সরকারও এদিকে ঠিকঠাক নজর দিতে পারছে না।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights