যে কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে ২০ লাখের বেশি ফেডারেল কর্মীর বেতন-ভাতা
অনলাইন ডেস্ক
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত একটি রাষ্ট্রীয় অর্থবিল পাস হতে ব্যর্থ হয়েছে। এতে আগামীকাল শনিবার থেকে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। খবর রয়টার্সের।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে আনা এই বিলের বিরুদ্ধে বেশ কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ভোট দিয়েছেন। এর মধ্য দিয়ে তারা বিলটি পাসে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করলেন।
বিলটি পাস না হওয়ায় এখন পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসনের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের জানান, ‘আরেকটি সমাধান নিয়ে আসা হবে।’
মার্কিন আইনপ্রণেতারা অর্থ বিলটি পাসে ব্যর্থ হলে মার্কিন সরকারের কার্যক্রম আংশিক ‘শাটডাউনে’ চলে যাবে। এছাড়া ২০ লাখের বেশি ফেডারেল কর্মীর বেতন-ভাতা পরিশোধ বন্ধ হয়ে যেতে পারে। তবে দ্রুত এগিয়ে আসা এই সরকারি ‘শাটডাউন’ এড়ানোর ক্ষেত্রে কোনো সুস্পষ্ট পরিকল্পনা এখন পর্যন্ত মার্কিন কংগ্রেসের সামনে দেখা যাচ্ছে না।
রাষ্ট্রীয় অর্থ বিলটির ওপর ভোট ট্রাম্পের রিপাবলিকান পার্টির মধ্যে সুস্পষ্টভাবে একটি ফাটল তৈরি করেছে। আগামী ২০ জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু এরই মধ্যে এ ধরনের পরিস্থিতি রিপাবলিকান পার্টির মধ্যকার সম্পর্ক নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।