রংপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে ট্রেনের ধাক্কায় রুম্পা বেগম (২৬) নামে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুম্পা নগরী মন্ডলপাড়ার জিহাদ হোসেনের স্ত্রী। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মন্ডলপাড়া এলাকায় আসলে রেললাইন থেকে ছাগল সরাতে ট্রেনের সাথে ধাক্কা লাগে রুম্পা বেগমের। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।