রংপুর সিটি নির্বাচন : ৬৬ কেন্দ্রে লাঙল ৩৮০৭৮, নৌকা ৬৪৫৮
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নির্ধারিত সময়ের পরও ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৬টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন লাঙ্গলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৬৬ কেন্দ্রে লাঙ্গলের প্রার্থী মোস্তফা ১৩৮০৭৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ৬৪৫৮ ভোট। তবে বেসরকারিভাবে কোনো ফল এখনো ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার একজন।