রাজপথে তারকারা

নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান অস্থিতিশীল রাজনীতি নিয়ে শঙ্কিত শোবিজের নানা অঙ্গনের তারকারা। এ তালিকায় আছেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক, সুরকার ও সংগীত পরিচালকরা। হরতাল অবরোধ বন্ধের প্রতিবাদে শনিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে শিল্পী সমাজ।

তাদের দাবি, অবিলম্বে দেশে আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে। ‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজ’ -এই স্লোগানে শাহবাগে মানববন্ধন করে শিল্পী ও কলাকুশলীরা। তারা বলেন, জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্যে কাজ করা যায় না। হরতাল অবরোধের মাধ্যমে বিএনপি-জামায়াতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত তাদেরকে তারা হত্যা করছে আগুন সন্ত্রাসের মাধ্যমে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছে। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। যা নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটা চাই না।

শেখ হাসিনাতেই আস্থা এই স্লোগান নিয়ে শিল্পীরা বলেন, যারা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে ছিলো তাদের সাথে বসে স্বাধীনতা বিনির্মাণ করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের আমলে দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আর ঠিক সেই সময়েই এদেশের সেই উন্নতিকে বাধাগ্রস্ত করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে তারা।
এসবের তীব্র নিন্দা জানিয়ে শিল্পীরা একসাথে লড়ে এই ভাংচুরের খেলা প্রতিহত করবে বলেও প্রতিবাদ সমাবেশ হুঁশিয়ার করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন অভিনেতা রিয়াজ, ফেরদৌস, খায়রুল আলম সবুজ, তুষার খান, অভিনেত্রী শম্পা রেজা, নিমা রহমান, শমী কায়সার, তারিন জাহান, তানভীন সুইটি, নিপুণ আক্তার, উর্মিলা শ্রাবন্তী কর, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সালাহউদ্দিন লাভলু, মিলন ভট্টাচার্য, গায়ক এসডি রুবেল এবং গায়ক ও সংগীত প্রযোজক ধ্রব গুহসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights