রাজবাড়ীতে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করলেন শিক্ষার্থীরা

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে কর্মস্থলে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার রাজবাড়ীর বড়পুল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করা শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে শুভেচছা জানান।

দীর্ঘদিনের কর্মবিরতি শেষে সকালে জেলার সকল থানা ও ট্রাফিক পুুলিশের সদস্যরা কাজে যোগ দেন।

রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. রজিব মোল্লা বলেন, আমরা বৈষম্য দূর করতে আন্দোলন করেছি। সেই আন্দোলনে সফল হয়েছি। দীর্ঘদিন পর পুলিশ কাজে ফিরছেন। বিভিন্ন কারণে তাদের মনোবল ভেঙ্গে পড়ে। আমরা তাদের পাশে আছি। সেবার মানসিকতা নিয়ে কাজ করলে শিক্ষার্থীরা তাদের পাশে থাকবে।
ফুলের শুভেচ্ছা পেয়ে ট্রাফিক ইন্সেপেক্টর মো. আতাউর রহমান বলেন, আমরা কাজে যোগ দিয়েছি। শিক্ষার্থীদের ফুল দিয়ে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশের এই সদস্য।

ফুলের শুভেচ্ছা জানানোর সময় রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী তাইয়েবা, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রুদ্র মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী গোলাম আজম, অনন্যা খাতুন, সাবিব্বর গাজি, নয়ন শেখ, সেলিশ প্রমাণিক, রাকিবুলসহ অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights