রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা দুজনই নারী। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ২৮ জনের মৃত্যু হলো। বর্তমানে আরও ১৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের নাম শেফালী খাতুন (৫৫)। তার গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। অপরজনের নাম সখিনা বেগম (৫৫)। তার গ্রামের বাড়ি নাটোরের লালপুরে।

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহাম্মদ দু’জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রামেক হাসপাতাল পরিচালক জানান, এ নিয়ে হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ২৮ জনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে আরও ১৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার হাজার ২১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তিন হাজার ৮০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights