রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনকে কারণ দর্শানো নোটিস দিয়েছে জেলা বিএনপি।
বুধবার রাতে তাকে জাতীয় নাগরিক কমিটির এক সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগে এই কারণ দর্শানো নোটিস দেওয়া হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিসে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির সদস্যের কাছে চাঁদা দাবি ও হুমকি প্রদানের বিষয়ে আপনার বিরুদ্ধে অসংখ্য জাতীয় পত্রিকায় অভিযোগ প্রকাশিত হয়েছে।
ঝালকাঠি জেলা বিএনপি অধীন রাজাপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকাবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ থাকায় দলের শৃংখলা ভঙ্গের কারণে আপনাকে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ হতে কেন অব্যহতি প্রদান করা হবে না, তার উপযুক্ত জবাব তিন কার্য দিবসের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপির নিকট দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।