রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে অস্ট্রেলিয়া বিএনপির লিপলেট বিতরণ
অস্ট্রেলিয়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গত গতকাল রবিবার (২৭ অক্টোবর) অস্ট্রেলিয়া বিএনপির উদোগে বাংলাদেশি এলাকায় লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসানের নেতৃত্বে লিপলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. আব্দুল ওহাব বকুল, মোঃ জামিল হোসাইন, সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, খাইরুল কবির পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুসুর রহমান, মোহাম্মদ ইরফান খান, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, মো.আমিনুর রহমান ফরিদ, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, দপ্তর সম্পাদক আশরাফুল আলম শহীদ, ছাত্রবিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম, আইন সম্পাদক মমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক অসিত গোমেজ,মোহাম্মদ বাচ্চু প্রমুখ।
অস্ট্রেলিয়া বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক। এতএব বিএনপির আগামী দিনের রষ্ট্রীয় পরিকল্পনা জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এ সময় বাংলাদেশি অধ্যুষিত এলাকার সাধারণ মানুষের মাঝে ৩১ দফা সম্বলিত লিপলেট বিতরণ করা হয়।’