রূপনগর খাল দিয়ে তুরাগ নদ পর্যন্ত নৌপথ চালু হবে

অনলাইন ডেস্ক
আজ রবিবার ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ড এলাকায় খেলার মাঠ, পার্ক ও কবরস্থান পরিদর্শনে যান মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমরা পরিকল্পনা নিয়েছি, মিরপুরের রূপনগর খাল দিয়ে তুরাগ নদ পর্যন্ত নৌপথ চালু করা হবে।’

আজ রবিবার ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ড এলাকায় খেলার মাঠ, পার্ক ও কবরস্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, রূপনগর খালে মোট ১১টি ব্রিজ রয়েছে সেগুলোকে আর্চ ব্রিজ নির্মাণের মাধ্যমে এই পথে নৌযান চলাচলের ব্যবস্থা করা হবে। এই শহরকে বাঁচাতে ন্যাচার বেইজড সলিউশন করতে হবে। নৌপথ চালুর মাধ্যমে যানজট যেমন কমবে সেই সাথে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights