‘লাভ ইউ টিচার’
অনলাইন ডেস্ক
গ্রামের শিক্ষিত ও নিম্নবিত্ত পরিবারের ছেলে শফিক। পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি সংসার চালানোর জন্য ঘর ভাড়া নিয়ে ব্যাচ আকারে কলেজ শিক্ষার্থীদের পড়ায়। শফিক পড়াশোনা ও শিক্ষকতার প্রতি অত্যন্ত সিরিয়াস।
এমনই এক সিরিয়াস শিক্ষকের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে। অন্যদিকে, একই ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যানের আদরের কন্যা কেয়া আক্তার। পড়াশোনার চেয়ে উদাসীন থাকতেই বেশি পছন্দ করেন। সেই কেয়াও মাস্টার শফিকের কাছে পড়তে আসে। এতে শফিক ও কেয়ার মধ্যে তৈরি হয় নানা জটিলতা।
এমনই এক উদাসীন শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ফারিন খান। সিরিয়াস শিক্ষক আর উদাসীন ছাত্রীর এই ভিন্ন গল্প নিয়ে ‘লাভ ইউ টিচার’ নামে ঈদের নাটক বানিয়েছেন তৌফিকুল ইসলাম।
সিএমভির ব্যানারে নির্মিত ‘লাভ ইউ টিচার’ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, শিক্ষক-ছাত্রীর মধ্যকার প্রেমের ঘটনা নতুন নয়। তবে আমাদের গল্পটি পুরনো গল্পের ইউনিক ভার্সন। প্রেম, বিরহ, ফান গল্পটিতে সবই থাকছে।