লিন্ডা রনস্ট্যাডের বায়োপিকে সেলেনা লিন্ডা

অনলাইন ডেস্ক
মার্কিন শিল্পী লিন্ডা রনস্ট্যাডের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন হলিউড পরিচালক ডেভিড ও. রাসেল। সিনেমাটিতে লিন্ডার চরিত্রে অভিনয় করবেন সেলেনা গোমেজ। এমনটাই জানিয়েছে গণমাধ্যম ভ্যারাইটি। লিন্ডাকে নিয়ে নির্মিতব্য সিনেমাটির এখন প্রি-প্রডাকশনের কাজ চলছে। এটি প্রযোজনা করছেন জেমস কিচ ও লিন্ডার ম্যানেজার জন বয়লান।

সেলেনা এ সিনেমায় অভিনয় করছেন তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি রনস্ট্যাডের ‘সিম্পল ড্রিমস’ বইয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সে সময়েই বোঝা গিয়েছিল সিনেমাটিতে তিনি থাকছেন। এবার ভ্যারাইটি সেটা জানাচ্ছে। তবে সিনেমায় আর কে অভিনয় করছেন, তা জানানো হয়নি।

লিন্ডা রনস্ট্যাড যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় শিল্পী। তিনি কান্ট্রি সং ও রক এন রোলের জন্য বিখ্যাত। পাশাপাশি লাতিন সংগীতে তাকে কিংবদন্তি মনে করা হয়। ১৯৭০ সালে তার অ্যালবার ‘হার্ট লাইক আ হুইল’ ও ‘সিম্পল ড্রিমস’ জনপ্রিয় হয়েছিল। তার ২৯টি স্টুডিও অ্যালবাম প্রকাশ হয়েছে। ১১টি গ্র্যামি জিতেছিলেন লিন্ডা। এছাড়া রেকর্ডিং একাডেমি তাকে সম্মানিত করার পাশাপাশি লাতিন রেকর্ডিং একাডেমি দিয়েছে আজীবন সম্মাননা। ২০১৪ সালে পেয়েছেন রক অ্যান্ড রোল হল অব ফেম।
উল্লেখ্য, জেমস কিচ এর আগে ২০১৯ সালে লিন্ডাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। এর নাম ছিল ‘লিন্ডা রনস্ট্যাড: দ্য সাউন্ড অব মাই ভয়েস’। এতে লিন্ডার জীবন ও অন্যান্য বিষয় আলগাভাবে এসেছিল। তবে জেমসের আসন্ন সিনেমাটিতে লিন্ডার জীবন আরো বিস্তৃত পরিসরে আসবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights