লুকিয়ে আছে পাকিস্তানপন্থার রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাঁট করার পুলিশি নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বলেছে, পয়লা বৈশাখসহ বাঙালি জাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, পালাপার্বণ উদযাপনে নিরাপত্তার অজুহাত দিয়ে সীমিত করা, বন্ধ করার মধ্যে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে। গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেছে দলটি। জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তার খোঁড়া অজুহাত তুলে বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে কাটছাঁট করার পুলিশি নিষেধাজ্ঞা কোনো অবস্থাতেই সঠিক সিদ্ধান্ত নয়। ইসলামী জলসার নামে সারা রাত বাংলাদেশের সংবিধানবিরোধী, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী, নারীবিদ্বেষী অশ্লীল ভাষণ চলে; তখন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখে ঠুলি, কানে তুলা গুঁজো বসে থাকে।

বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাঁটের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক মোল্লাদের তোয়াজ-তোষণ করার ভ্রান্তনীতি পরিহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights