লোহিত সাগরে হামলা অব্যাহত রাখবে হুতিরা

অনলাইন ডেস্ক
হুতি আন্দোলনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইয়েমেনি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু তে পরিণত করা অব্যাহত রাখবে। তিনি বলেন, এমনকি যদি আমেরিকা তাদের থামাতে সমগ্র বিশ্বকে একত্রিত করতে সফল হয় তবুও তারা পিছপা হবে না।

গাজা যুদ্ধের সময় এক ডজনেরও বেশি জাহাজে হুতিদের হামলায় বিপর্যস্ত লোহিত সাগরের শিপিং লেনে টহল দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র একটি নতুন বহুজাতিক নৌ টাস্কফোর্স চালু করার ঘোষণা দেওয়ার পর মোহাম্মদ আল-বুখাইতি এই বিবৃতি জারি করেছেন।

আল-বুখাইতি এক্স-এ লিখেছেন, হুতিরা কেবল তখনই ইসরায়েল-সম্পর্কিত জাহাজগুলিতে হামলা বন্ধ করবে যখন ‘গাজায় অপরাধ বন্ধ হবে’ এবং খাদ্য, ওষুধ এবং জ্বালানি অবরুদ্ধ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights