লোহিত সাগরে হুথিদের কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি আমেরিকার

অনলাইন ডেস্ক
লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকা থেকে উড্ডয়ন করা কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছে, “ইউএসএস থমাস হাডনার যুদ্ধজাহাজ লোহিত সাগরে টহল দেওয়ার সময় ‘একমুখী হামলাকারী ড্রোন’ ভূপাতিত করেছে। এতে যুদ্ধজাহাজের কোনও ক্ষয়ক্ষতি হয়নি, এমনকি ক্রুদের কেউ আহতও হয়নি।”

গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় সম্প্রতি ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মিসাইল হামলার দাবি করেছে হুথিরা।
এছাড়াও লোহিত সাগরে ইসরায়েলি ধনকুবেরের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজাও লোগিত সাগরে জব্দ করেছে ইয়েমেনি গোষ্ঠীটি। এতে নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। সেই সঙ্গে ব্যাপক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights