শরিক হচ্ছেন নারী রোজাদাররাও

নিজস্ব প্রতিবেদক

আগের ধারাবাহিকতায় এ বছরও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দৈনিক রোজাদারের জন্য ইফতার সরবরাহ করছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। প্রতিদিন তিন হাজারের বেশি রোজাদারের জন্য পৌঁছে দেওয়া হচ্ছে ইফতার। এক ছাদের নিচে ইফতারে শরিক হচ্ছেন হাজারো মুসল্লি। নারীদের জন্য সংরক্ষিত জায়গায় অবস্থান করে ইফতারে শরিক হচ্ছেন মা-বোনেরাও। সব মিলে জাতীয় মসজিদে তৈরি হচ্ছে এক মনোরম ধর্মীয় পরিবেশ।

গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গিয়ে দেখা যায়, ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মসজিদে রোজাদারের সংখ্যাও বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়তে থাকে স্বেচ্ছাসেবকদের তৎপরতা। সবার অপেক্ষা ইফতারের সময়ের জন্য। ইফতারের আগমুহূর্তে সৃষ্টিকর্তার কৃপা কামনায় দুই হাত তুলে দোয়া করেন হাজারো মুসল্লি। সময় হতেই সবাই একসঙ্গে রোজার সমাপ্তি টেনে করেন ইফতার। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে মাসব্যাপী এই ইফতার বিতরণ হচ্ছে। এ বিষয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজি মো. ইয়াকুব আলী বলেন, বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধানে বায়তুল মোকাররমে প্রতিদিন তিন হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ ছাড়া সারা দেশেই বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতিদিন যারা ইফতার করেন, তাদের মধ্যে শতাধিক রোজাদার নারীও অংশ নেন। মসজিদে নারীদের জন্য ইবাদতের যে সংরক্ষিত জায়গা রয়েছে, মসজিদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেখানে তাদের জন্য আমাদের ইফতার বক্স পাঠানো হয়। প্রতিদিন আমরা প্রায় ১৫০ থেকে ২০০টি ইফতার বক্স তাদের জন্য পাঠাই। আবদুর রউফ নামের এক দোকান কর্মচারী বলেন, আমি দোকানে কাজ করি। ইফতারের সময় এখানে চলে আসি। হাজার হাজার রোজাদারের সঙ্গে ইফতার করতে ভালো লাগে। অনেক রোজাদারের উপস্থিতিতে উৎসবের মতো লাগে। ইফতার বিতরণে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা রকি ভূঁইয়া বলেন, বসুন্ধরার বিতরণ করা ইফতারে সন্তোষ প্রকাশ করেছে রোজাদাররা। এখানকার ইফতারে রাজধানীতে বিভিন্ন কাজে আসা অনেক মুসাফির এবং মসজিদের বাইরে থাকা মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকে। এসব এলাকায় যারা ঈদে কেনাকাটা করতে আসছেন, তারাও এখানে চলে আসেন ইফতারের সময়। আশপাশের দোকানদাররা আসেন। সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে বসে ইফতার করেন। এত এত রোজদারের সামনে ইফতার বিতরণ করতেও ভালো লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights