শিশুর আঙুলে সার্জারির বদলে জিহ্বায় অপারেশন করলেন ডাক্তার!

অনলাইন ডেস্ক

হাতে ছয় আঙুল থাকায় ৪ বছরের এক কন্যা শিশুকে অপারেশন করাতে নিয়ে এসেছিল তার পরিবার। কিন্তু ডাক্তাররা ভুল করে তার আঙুলের পরিবর্তে জিহ্বায় অপারেশন করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কোঝিকোড মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই চিকিৎসায় অবহেলার তদন্ত করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিশুর স্বজনরা জানান, এক হাতে ছয়টি আঙুল থাকায় তিনি সার্জারি করতে হাসপাতালে আসেন। এক আত্মীয় বলেন, ‘আমাদের বলা হয়েছিল, ছোট সার্জারির মাধ্যমেই আঙুলটি অপসারণ করা যাবে। তাই আমরা রাজি হয়েছিলাম। কিন্তু পরে যখন অপারেশন থিয়েটার থেকে শিশুটিকে নিয়ে আসা হয় তখন তার ‍মুখে প্লাস্টার দেখে আমরা অবাক হই। আমরা জানতাম না কী হয়েছিল। পরে তার হাত চেক করে দেখি ছয় নম্বর আঙুলটি এখনো আছে।’
‘আমরা নার্সকে বিষয়টি জানাই। তিনি আমাদের কথা শুনে হেসে ফেলেন। আমাদের বলা হয়েছিল শিশুর জিহ্বায়ও সমস্যা ছিল এবং সেখানে অপারেশন করে ঠিক করা হয়েছে। তবে ডাক্তাররা এসে ভুলের জন্য ক্ষমা চান। এবং তার আঙুলটি কেটে ফেরার আশ্বাস দিয়ে তাকে নিয়ে যান।’

এ খবর জানাজানি হওয়ায় তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights