শীর্ষ নেতাদের বিচারিক আদালতের মাধ্যমে খুন করা হয়েছে: জামায়াত আমির

ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক আদালতের মাধ্যমে নিষ্ঠুর ভাবে খুন করা হয়েছে। আমরা এসব খুনের বিচার চাই। আল্লাহ তায়ালার কাছে চাই, দুনিয়ার আদালতেও চাই। আমরা দেখতে চাই, তাদের উপর যে জুলুম করা হয়েছিল তার সঠিক বিচার হয়েছে। আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে, তাদেরকে হত্যা করা হয়নি, মানবতাকে হত্যা করা হয়েছে।

ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সরকারী রাজেন্দ্র কলেজ (শহর শাখা) মাঠে রবিবার দুপুরে এক বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি, প্রফেসর আব্দুত তাওয়াবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জামায়াতের আমির আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তারা ক্ষমতায় থাকার জন্য সব কিছুতেই দলীয়করণ করেছে। ক্ষমতায় থেকে তারা দেশের মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন-গুম চালিয়েছিল। ২০০৬ সালে তারা লগি-বৈঠা দিয়ে নৃসংশভাবে জামাত নেতা-কর্মীদের হত্যা করেছে। ২০০৯ সালে পিলখানায় ৫৭ জন দেশপ্রেমিক সেনা সদস্যকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কারা সেই হত্যার পরিকল্পনাকারী, দেশবাসী তার নাম জানতে চায়। আমরা এই হত্যার বিচার দবি করছি।

ডা. শফিকুর রহমান আরো বলেন, আমাদের যদি আল্লাহ সুযোগ দেন তাহলে সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবো। আমরা এমন একটি দেশ চাই যেখানে ধর্মে বর্ণে কোন হিংসা হানাহানি থাকবে না। মন্দির পাহাড়া দেওয়ার দরকার হবে না, মসজিদও পাহাড়া দেওয়ার দরকার হবে না, গীর্জাও পাহাড়া দেওয়ার দরকার হবে না, প্যাগোডাও পাহাড়া দেওয়ার দরকার হবে না। মানুষ মানুষকে সেদিন সম্মান করবে এবং মাথা উচু করে দাঁড়াবে।

কোনো দেশ প্রেমিক পালিয়ে যায় না-মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ভালোবাসেনি। তারা দেশ প্রেমিক নয় বলে পালিয়ে গেছে। মানুষকে ভালোবাসলে দেশ থেকে পালাতে হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights