শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে হবে যদি ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে নিয়ে এসে ফাঁসি দিতে পারে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকেও দেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এর আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমার নেতা তারেক রহমানের একটি শব্দ কোন পত্রিকায় কোন টেলিভিশনে প্রচার করতে দেয়নি অবৈধ সরকার। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলতে চাই- যারা বিগত ১৬ বছরে আমাদের নেতা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আইনের আওতায় প্রথমে আনতে হবে।’

এসময় ডিবির হারুনের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘কোথায় হারুন? কোথায় বিপ্লব? তাদেরকে খুঁজে বের করতে হবে যারা এই ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে।’ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও ফজলুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights