শৈলকুপায় হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর এলাকায় এ মিছিল বের করা হয়। কয়েক মিনিটের এ মিছিলটি দুধসর আবাসন এলাকা থেকে শুরু হয়ে ভাটই এলাকার দিকে যেতে দেখা গেছে।
ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন-শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, থানা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব সাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু খায়ের, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদিকুর রহমান ওটুল, সদস্য সচিব শাহিন হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু ও যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপনসহ আরও অনেকে।