সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধার সন্তানদের এগিয়ে আসতে হবে : শাজাহান খান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌমন্ত্রী মো. শাজাহান খান এমপি বলেছেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের সফলতায় মুক্তিযোদ্ধাদের ভূমিকা রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের এগিয়ে আসতে হবে।’

রবিবার পটুয়াখালীর দুমকীতে তার আগমন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. শাজাহান খান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের সফলতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’
উপজেলা সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দুমকী উপজেলা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সিজার এমপি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল কেন্দ্রীয় কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ। প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর ওয়াকার্স। সভায় মুক্তিযোদ্ধার সন্তানসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights