সংসদ সদস্যরা প্রার্থীর পক্ষে প্রচারণা করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা

লালমনিরহাট প্রতিনিধি

আইন অনুযায়ী একজন সংসদ সদস্য তার নিজ এলাকায় অবস্থান ও ভোট প্রদান করতে পারবেন। তবে কোনো প্রার্থীর পক্ষ হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না। কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করার প্রমাণ পেলে সংসদ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

আজ শনিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসন মিলনায়তন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি রাশেদা।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘প্রতিটি প্রার্থীকে নির্বাচনি আচরণ বিধি মেনে চলতে হবে। ভোটের সাথে সম্পৃক্ত আমাদের সকলেকেও আইনের মধ্যে দায়িত্ব পালন করতে হবে।’
এসময় আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং কর্মকর্তাসহ সকলে নিরপেক্ষ থাকারও আহবান জানান। তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু করতে প্রয়োজনী সকল প্রস্তুতি রয়েছে। ভোটারগণ কেন্দ্র এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।’

এর আগে লালমনিরহাটের পাঁচ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম রশিদুল হকসহ ৩ জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপার, বিজিবির অধিনায়কসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights