সংসদ সদস্য পদ বাতিল নিয়ে যা বললেন রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক

ভারতের শীর্ষ বিরোধী নেতা রাহুল গান্ধীকে সংসদে অযোগ্য ঘোষণা করার একদিন পরেই সংবাদ সম্মেলনে এলেন তিনি।

মানহানির মামলায় কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর শনিবার প্রথম সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ‘আমার সংসদ সদস্যপদ বাতিলের মূল কারণ হলো বিজেপি ও নরেন্দ্র মোদি আমার পরবর্তী ভাষণ নিয়ে শঙ্কিত। আমি মোদির চোখে ভয় দেখেছি। আর এ কারণেই তারা আমাকে সংসদে কথা বলতে দিতে চায় না।’

বিজেপির ক্ষমা চাইতে বলা নিয়ে রাহুল বলেন, ‘আমি ‘সাভারকার’ নই, আমি ‘গান্ধী’। ক্ষমা আমি চাইবো না। এর পাশাপাশি তিনি দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে বাইরের অর্থাৎ বহির্শক্তিকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিতে চান- বিজেপির এমন দাবিকে অস্বীকার করেন।
তিনি বলেন, ‘আমাকে কী দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? মোটেই না, বরং আমি উদ্দীপ্ত। এখন আমার কাছে একটি পথই বাকি আছে, তা হলো সত্যের জন্য ও ভারতের গণতান্ত্রিক ভাবধারা রক্ষার লড়াই চালিয়ে যাওয়া। আমাকে সারাজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হোক, আমৃত্যু কারাগারে আটকে রাখা হোক, আমি আমার যুদ্ধ চালিয়ে যাবো।’

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে বৃহস্পতিবার রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাট জেলা আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইনের (১৯৫১) ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সংসদ সদস্যপদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights