সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না আলু ও পিয়াজ

নিজস্ব প্রতিবেদক, রংপুর
সরকার আলু, দেশি পিয়াজ ও ডিমের দাম বেঁধে দিয়েছিল প্রায় দেড় মাস আগে। তবে এখনো বাজারে পিয়াজ ও আলুর দাম কার্যকর হয়নি। বরং বেঁধে দেয়া সময়ের চেয়ে পিয়াজ, আলুর দাম বেড়েছে। তবে ডিমের দাম স্থিতিশীল রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যখন দাম বেঁধে দেয়া হয় সে সময় বাজারে প্রতি কেজি পিয়াজের দাম ছিল রংপুরে ৭০ থেকে ৮০ টাকা। এখন পিয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৪৪ টাকা থেকে ৪৬ টাকা। আলুর দাম স্থিতিশীল বলা হলেও ৫০ টাকার নিচে কোনো আলু পাওয়া যাচ্ছে না। আলুর দাম কার্যকর করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হিমাগারগুলোতে অভিযান চালালেও কাজ হচ্ছে না। রংপুরের হিমাগার মালিকরা ট্রাকে করে আলু বিক্রির ঘোষণা দিয়েও আলুর দাম কমাতে পারেনি। হিমাগার মালিক ও ভোক্তা অধিকার সংরকক্ষণ অধিদপ্তর এ পর্যন্ত ৮৮০ বস্তা আলু ট্রাক সেলে ৩৫ টাকা দরে বিক্রি করেছেন। এছাড়া হিমাগার পর্যায়ে একলাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই ব্যবসায়ীকেও জরিমানা করা হয়েছে। এত কিছুর পরেও আলুর দাম নিয়ন্ত্রণে আসছে না।

রংপুর নগরীর সিটি বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আলু প্রকার ভেদে ৪৫ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। দেশি পিয়াজের নির্ধারিত দর ৬৪ থেকে ৬৫ টাকা করা হলেও ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে পিয়াজ।
জিএলরায় রোডের ব্যবসায়ী শাহিন হোসেন বলেন, পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে তাই সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে তিনি দাবি করেন ডিমের দাম কিছুটা কমেছে।
রংপুর ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম বলেন, পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights