সাংবাদিকদের সঙ্গে চুমকির মতবিনিময়
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি বলেন, ‘নির্বাচনের পরে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব এবং তার মেধা ও দক্ষতা দিয়ে সংগঠনকে আবার সুষ্ঠুভাবে ও সঠিকভাবে পরিচালিত করতে পারবেন।’
বুধবার দিবাগত রাতে গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সাবেক এ প্রতিমন্ত্রী চুমকি বলেন, ‘বর্তমান নির্বাচনি পরিবেশে আমি অত্যন্ত সন্তুষ্ট।’ নির্বাচন নিয়ে কোন চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আমি কোন চাপ অনুভব করছি না। কারণ ১৫ বছর ধরে আমি জনগণের পাশে আছি। জনগণ একটা বিশাল শক্তি। এ শক্তি আমার সঙ্গে আছে। আমার সংগঠনও এখানে খুব শক্তিশালী। তাই আমি কোন চাকরি অনুভব করছি না।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অব্দুল মতিন সরকার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস. এম. রবীন হোসেন, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন, মোক্তারপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বহু চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। এবারের নির্বাচনকেও তিনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। অনেক সুন্দরভাবে এবার নির্বাচন কার্যক্রম চলছে নির্বাচন কমিশন প্রার্থীদের নির্বাচন করতে উৎসাহ দিচ্ছে ভোটাররা উৎসাহ পাচ্ছে যে অনেক সুন্দর একটা নির্বাচন হতে যাচ্ছে।’