সিরাজগঞ্জে পৌনে ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে ১২ ডিসেম্বর সিরাজগঞ্জে ৪ লাখ ৮৯ হাজার ৩৬১ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৩ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৬ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এসব তথ্য জানান।

তিনি আরো জানান, জেলার ২ হাজার ১২৭টি কেন্দ্র থেকে এ টিকা খাওয়ানো হবে। টিকা কার্যক্রমে ৪ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবক ও পরিবার পরিকল্পনা বিভাগের ৭৩৮ মাঠকর্মী অংশ নিবেন এবং ১০৪১ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক টিকাদান কেন্দ্র সরাসরি তত্ত্বাবধান করবেন। প্রেস ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ফ.ম ওবায়দুল ইসলামসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights