সিরাজগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের চান্দাইকোনা বাইপাস মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসামি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার টেংরিয়া পশ্চিম ঝাড়বাড়ি এলাকার সাইদুল ইসলামের ছেলে এমদাদুল হক। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল-ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আসামি দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলো। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights