সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীতে অভিযান চালিয়ে কবির হোসেন (২৮) নামে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাতে র্যাব-১২ সদস্যরা উপজেলার বাঘাবাড়ী ব্রীজের দক্ষিন পার্শ্বে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক কবির হোসেন পাবনার ফরিদপুর থানার পাছপুংগলী গ্রামের আলম ফকিরের ছেলে।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানন জানান, আটক কবিরের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিতিত্তে সোমবার ভোররাতে তাকে আটক করা হয়। সকালে তাকে ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।