সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের

অনলাইন ডেস্ক
সিরিয়ায় বাশার আল আসাদের রাজত্ব শেষ হয়েছে। সরকারে এখন বিদ্রোহীরা। এবার সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) তুরস্ক সরাসরি অভিযানের হুমকি দিয়েছে সিরিয়ার কুর্দিদের। বলা হয়েছে, বাশার আল আসাদের জমানা শেষ। এবার আঙ্কারার সমস্ত শর্ত মেনে বিদ্রোহ বন্ধ না করলে কুর্দিদের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ‘কুর্দি জনযোদ্ধা বা ওয়াইপিজি শর্ত না মানলে আমরা যা করার করবো।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে দেন, প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে সিরিয়ার কুর্দ অঞ্চলে।

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে-র অংশ ওয়াইপিজি। দীর্ঘদিন ধরে তারা স্বতন্ত্র কুর্দি অঞ্চলের জন্য লড়াই চালাচ্ছে। তুরস্ক এদের সন্ত্রাসী বলে মনে করে।

সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলেছে। অবশেষে অবসান হয়েছে আসাদ জামানার। বিশেষজ্ঞদের বক্তব্য, যে ইসলামিক বিদ্রোহীরা নতুন সরকার গঠন করেছে, তাদের মদদ দিয়েছিল তুরস্ক। সে কারণেই এত দ্রুত আসাদ সরকারের পতন হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই তাই তুরস্ক সিরিয়ার কুর্দ আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে। এবং প্রয়োজনে বর্তমান সরকারের সাহায্য নিয়ে সিরিয়ায় ঢুকে অভিযান চালানোর পরিকল্পনা করছে।

আঙ্কারার অভিযোগ, ইরাক, ইরান এবং তুরস্ক থেকে কুর্দিরা সিরিয়ার কুর্দ অঞ্চলে গিয়ে ঘাঁটি গেড়েছে। তাদের দ্রুত সিরিয়া ছেড়ে চলে যেতে হবে। বস্তুত, ইরাক, ইরান, তুরস্ক এবং সিরিয়াজুড়ে ছড়িয়ে আছে কুর্দিরা। এই গোটা অঞ্চলজুড়েই তারা লড়াই করছে।

সূত্র : এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights