সিলেট সীমান্ত থেকে তিন নারী আটক

সিলেট ব্যুরো

সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের একটি টহল দল মঙ্গলবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), বিনয় দত্তের মেয়ে দীঘি জোয়াদ্দার (১৪) ও একই জেলার শালিখা উপজেলার সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।
তবে এসময় মানব পাচারকারী রূপন (২২) পালিয়ে যান। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাতুরতল বাজার এলাকার আগলাছপুর গ্রামের রতন সরকারের ছেলে।

৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী রূপন দ্রুত পালিয়ে যান। আটক তিন নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights