সেই কেলেঙ্কারির জন্য এবার এমপির পদও ছাড়তে হল বরিস জনসনকে

অনলাইন ডেস্ক

সেই ‘পার্টিগেট কেলেঙ্কারির’ জন্য এবার যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য (এমপি) পদ থেকেও পদত্যাগ করলেন বরিস জনসন। একই কারণে প্রধানমন্ত্রিত্বও হারাতে হয়েছিল তাকে।

স্থানীয় সময় শুক্রবার স্বেচ্ছায় তিনি এমপি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। ‘পার্টিগেট কেলেঙ্কারির’ ঘটনায় এক তদন্ত প্রতিবেদন তার হাতে আসার পরই এই ঘোষণা দেন বরিস জনসন।

প্রিভিলেজেস কমিটির প্রতিবেদনের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন উল্লেখ করে বরিস জনসন বলেছেন, ওই তদন্ত প্রতিবেদনে তাকে অন্যায়ভাবে এমপি পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার মতে, ওই প্রতিবেদন সম্পূর্ণ হেঁয়ালি, অসত্য ও পক্ষপাতে পরিপূর্ণ।
উল্লেখ্য, ‘পার্টিগেট কেলেঙ্কারি’ হচ্ছে করোনা মহামারীর সময় লকডাউনের বিধি ভেঙে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস নিজ কার্যালয়ে একাধিক পার্টির আয়োজন করে, যা নিয়ে তাকে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। এর জেরেই ২০২২ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে হয় বরিস জনসনকে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights