হাতীবান্ধা সীমান্তে বিএসএফ’র গুলিতে তিন জন আহত

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন (৫৫) নামে এক কৃষকসহ তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র সিঙ্গিমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম।

শুক্রবার (৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সিঙ্গিমারী সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত আলতাব হোসেন ওই এলাকার বাচ্চা শেখের পুত্র বলে জানা গেছে। আহত অপর দু’জনের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

সীমান্তবাসীরা জানান, উপজেলার সিঙ্গিমারী সীমান্তে ৮৯৩নং মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে মাঠে কাজ করছিলেন কৃষক আলতাব হোসেন। এ সময় ভারতীয় নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে কৃষক আলতাব হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কালেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়।

এ নিয়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ এর তিস্তা ২ ব্যাটালিয়নের অধিনায়কের ফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের সদস্য সামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত আলতাব হোসেন বুকে গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, খুব কাছ থেকে বিএসএফ গুলি করেছে। বিজিবি এ নিয়ে বিএসএফ’র সাথে যোগাযোগের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

বিজিবি’র সিঙ্গিমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম বলেন, বিএসএফ’র সাথে পতাকা বৈঠক হয়েছে। খবর এসেছে অন্তত তিনজন আহত হয়েছেন। তারা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights