হামাস-ইসরায়েলের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার
অনলাইন ডেস্ক
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ প্রশমনের লক্ষ্যে আলোচনা চলছে। তবে আলোচনা আগের চেয়ে ‘অনেক ধীর গতিতে’ চলছে।
শুক্রবার আল জাজিরাকে একটি সূত্র জানায়, কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিনিয়ে আলোচনা ‘‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে।
কিন্তু ইসরায়েলের স্থল আক্রমণ, বিমান ও আর্টিলারি হামলা বৃদ্ধি, যোগাযোগ বিচ্ছিন্ন করা; যুদ্ধবিরতি আলোচনাকে বাধাগ্রস্ত করেছে বলে মনে হচ্ছে।
খবরে বলা হয়েছে, ইসরায়েলি আত্মীয়রা হামাসের কাছে বন্দীদের ভাগ্য নিয়ে ক্রমবর্ধমান ক্ষুব্ধ। বিশেষত গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী যখন বড় আকারের বোমা হামলা করছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তিতে কোনো প্রতিশ্রুতি না দিলেও নিহতদের পরিবারকে বলেছেন,‘’আমরা তাদের দেশে ফিরিয়ে আনার সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখব।