হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এটা হতেই পারে’

অনলাইন ডেস্ক

তীরে এসে তরি ডোবাটা যেব বাংলাদেশ ক্রিকেট দলের রক্তে মিশে গেছে। আগের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে শেষ দিকে মাহমুদউল্লাহ জেতাতে পারলেও এদিন আর পারেননি এই ব্যাটার। বাংলাদেশও হেরে যায় ৪ রানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৪ রানের লক্ষ্যে নেমেও শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় পারেনি বাংলাদেশ। শেষ দিকে ব্যাটারদের নার্ভাস হওয়াকেই দুষছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘আমরা কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু আত্মবিশ্বাসও ছিল। ভেবেছিলাম যে হয়ে (চেজ) যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। (তানজিম হাসান সাকিব) গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছে, আমরা নতুন বলে উইকেট চাই। সে আজ যা সে করে দেখালো, অসাধারণ।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জয় পাওয়া উচিৎ ছিল বলেও মনে করেন শান্ত, ‘এই ম্যাচটা আমাদের জেতা উচিৎ ছিল, শেষ দুই ওভার তারা সত্যিই ভালো বোলিং করেছে। ক্রিকেটে এটা হতেই পারে। (রিশাদ) সে খুব ভালো বল করেছে, সে খুব কঠোর অনুশীলন করেছে। আশা করি সে এমনটা চালিয়ে যাবে। সব সমর্থকদের ধন্যবাদ, আশা করি তারা ওয়েস্ট ইন্ডিজেও আসবে।’
এই ম্যাচ জিতলে সুপার এইটে ওঠার দৌড়ে এগিয়ে যেত বাংলাদেশ। এখন তাদের পরবর্তী দুটি ম্যাচে জয়ের লক্ষ্যে নামতে হবে। আজকের ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ হলো টাইগারদের, বাকি দুই ম্যাচে শান্তরা নেদারল্যান্ডস ও নেপালের মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজের কিংসটন ওভালে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights