হিট স্ট্রোকে দেশে একদিনে ১৭ জনের মৃত্যুর রেকর্ড

অনলাইন প্রতিবেদক

দেশে টানা ২৯ দিন ধরে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। চলতি মাসে তাপপ্রবাহ কমার কোনো সুখবর জানাতে পারেনি আবহাওয়া অধিদফতর। হিট অ্যালার্টের মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে। তীব্র গরমে রবিবার (২৮ এপ্রিল) একদিনেই হিট স্ট্রোকে সারাদেশে শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ী, কৃষকসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতরের হিসাবে দেশের ইতিহাসে এর আগে একদিনে হিট স্ট্রোকে এত মানুষের মৃত্যুর রেকর্ড নেই। এছাড়া এদিন দেশের বিভিন্ন স্কুলে প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে। স্থানীয় চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওই সব শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ।

হিট স্ট্রোকে ১৭ মৃত্যু: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে সিএনজি অটোরিকশাযোগে কাওরান বাজারে যাওয়ার সময় গরমে অসুস্থ হয়ে মারা গেছেন মো. সেলিম (৫৫) নামের এক যাত্রী। মাদারীপুরের কালকিনি ও ডাসারে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে। সকালে মারা যান ব্যবসায়ী শাহাদাত্ সরদার (৫২) ও দুপুরে মারা যান কৃষক মোসলেম ঘরামী (৫৮)। চট্টগ্রামের মিরসরাইয়ে হিটস্ট্রোকে জাহাঙ্গীর আলম (৫৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চট্টগ্রাম শহরে হিট স্ট্রোকে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার কাদিপুর গ্রামে হিট স্ট্রোকে দলীপ বিশ্বাস (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নরসিংদী আদালত প্রাঙ্গনে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আইনজীবীর সহকারী সুলতান উদ্দিন (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হিট স্ট্রোকে হাবিবা রিক্তা নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের মৈখালী গ্রামে বিলে ধান কাটতে গিয়ে হিট ষ্ট্রোকে মারা গেছেন কালাম সানা (৫০) নামের এক কৃষক। নওগাঁর রাণীনগরে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে কৃষি শ্রমিক রেজাউল ইসলাম (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
বরিশালের বাকেরগঞ্জে গরমের মধ্যে নির্বাচনী প্রচারণায় গিয়ে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলামের (৪২) মৃত্যু হয়েছে। যশোরে আহসান হাবীব নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিট স্ট্রোকে জাকির মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে হিট স্ট্রোকে হাছিনা পারভীন (৪২) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে মোজাহার আলী (৬৩) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আখতার মুক্তা হিট ষ্ট্রোকে মারা গেছেন। একই উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে চা বিক্রেতা ফেরদৌস আলম ঠান্ডু(৫০) মারা গেছেন।

কী বলছে আবহাওয়া অধিদফতর: আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানা গেছে, রবিবার (২৮ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও ৩৩টি অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। পুরো ঢাকা বিভাগেই রবিবার তাপপ্রবাহ বইছিল। এর মধ্যে ঢাকা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, নিলফামারী, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায়। তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে অতিতীব্র (৪২ ডিগ্রির বেশি) তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছিল যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে। এ ছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, যা অব্যাহত থাকবে। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মে মাসের শুরুতে।

বিভিন্ন স্কুলে অসুস্থ শিক্ষক-শিক্ষার্থী : তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর রবিবার খুলে দেওয়া হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রথম দিনেই গরমে বিভিন্ন স্কুলে শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। অধিকাংশই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নোয়াখালীর হাতিয়া ও বেগমগঞ্জ উপজেলায় ‘প্রচ- গরমে’ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার সকাল সোয়া ১০টা থেকে ১১টার মধ্যে বেগমগঞ্জের আমান উল্যাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা ও হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাইস্কুলে এ ঘটনা ঘটে। পরে বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকরা স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এর মধ্যে হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাইস্কুলে ১৭ জন ও জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে।

অন্যদিকে প্রচন্ড গরমে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে হাসাইল বানারী ইউনিয়নের বানারী বহুমুখী উচ্চবিদ্যালয়ে গতকাল দুপুরে ক্লাস চলাকালীন সুমি আক্তার নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ওই শিক্ষার্থীকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বিদ্যালয় কর্তৃপক্ষ।

ফরিদপুরের সালথায় রামকান্তপুর ইউনিয়নের রামকান্তুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র দাপদাহের মধ্যে টিউবওয়েলের পানি পান করে তিন শিক্ষক ও ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাওয়া গেছে। অসুস্থদের মধ্যে এক শিশুসহ তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সালথা থানার ওসি ঘটনাস্থল পরিবদর্শন করেন।

তবে উপজেলা স্বাস্থ্য বিভাগের দাবি, পানি পানে নয়; গরমে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল ইসলাম বলেন, দীর্ঘদিন পর স্কুল খোলায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রথমে বিদ্যালয়ের ক্লাস রুম ও মাঠে জমে থাকা আবর্জনা পরিষ্কার করি। পিপাসায় সবার গলা শুকিয়ে এলে স্কুলের টিউবওয়েলের পানি পান করি। কিছুক্ষণ পর একে একে সব শিক্ষক-শিক্ষার্থী বমি করতে থাকে এবং অসুস্থ হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights