হৃদরোগ গবেষণায় বিএসএমএমইউকে সহযোগিতা দেবে ইউনিভার্সিটি অব গ্লাসগো

অনলাইন ডেস্ক

হৃদরোগের গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাথে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো।

মঙ্গলবার উপাচার্য কার্যালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল বাস্তবায়ন ও হৃদরোগের গবেষণায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহায়তা প্রদানে সম্মতি দেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।
সভায় ইউনিভার্সিটি অব গ্লাসগো এর অধ্যাপক রড টেলর আগামী ৫ বছর হৃদরোগের গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের সাথে এই গবেষণা কার্যক্রমে ন্যাশনাল হাট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট, ইব্রাহীম কার্ডিয়াক এন্ড রিসার্চ ইনস্টিটিউটও যৌথভাবে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেসকাত আহম্মেদ, অধ্যাপক ডা. মো. হারিসুল হক, অধ্যাপক ডা. জাহানারা আরজু, সহযোগী অধ্যাপক ডা. মো. ফখরুল ইসলাম খালেদ, বি ইউ এইচ এস এর ননকমিউনিকেবল ডিজিস বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মিথিলা ফারুক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights