১০০ ক্ষমতাধরের তালিকায় বাংলাদেশি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ানদের সংগঠিত করে আমেরিকান স্বপ্নপূরণের পথ সুগম করার অভিপ্রায়ে প্রতিষ্ঠিত ‘অ্যালায়েন্স ফর সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (অ্যাসাল)-এর জাতীয় কমিটির সেক্রেটারি মো. করিম চৌধুরী নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের ‘সেরা ক্ষমতাধর ১০০’-এর একজন হিসেবে গণ্য হচ্ছেন। মর্যাদাকর রাজনৈতিক জার্নাল ‘সিটি অ্যান্ড স্টেট অব নিউইয়র্ক’ প্রণীত ২০২৩ সালের এ তালিকায় উঠে এসেছে তাঁর নাম। নিউইয়র্কের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের একজন হিসেবে নির্বাচিত করিম চৌধুরী এর আগে ২০২১ এবং ২০২২ সালেও এ তালিকায় ছিলেন। যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় তথা অন্যান্য সংখ্যালঘু গ্রুপের সঙ্গে বৈষম্য ও অন্যায্যতার বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করছেন করিম চৌধুরী। ১৯৯৭ সাল থেকে করিম চৌধুরী নিউইয়র্কের শিক্ষা দফতরে সরকারি কর্মচারী হিসেবে কর্মরত। শ্রমিকনেতা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। নিউইয়র্ক স্টেট পাবলিক এমপ্লয়ি ফেডারেশন-এনওয়াইএসপিইএফের নির্বাহী বোর্ডেরও সদস্য ছিলেন তিনি। নিউইয়র্ক স্টেটের ৫৫ হাজার কর্মীর নেতৃত্ব দিচ্ছেন মৃদুভাষী এই বাংলাদেশি সংগঠক।

স্ট্যাটেন আইল্যান্ড ডেমোক্র্যাটিক পার্টির লেবার চিফ তিনি। অসংগঠিতদের সংগঠিত করা ও বঞ্চিতদের কণ্ঠস্বর হয়ে ওঠার কারণেই এসব স্বীকৃতি মিলেছে করিম চৌধুরীর। প্রথম প্রজন্মের ইমিগ্র্যান্ট হিসেবে ১৯৯৭ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র আসেন করিম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংগ্রামের ইতিহাসের সাক্ষী হয়েই তিনি এ দেশে পাড়ি জমান। করিম চৌধুরীর প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় অনেকে ট্যাক্স থেকে সুবিধা নেওয়া মানুষ নিজেই ট্যাক্স জেনারেটরে পরিণত হন। কোনো ব্যক্তি বা পরিবারকে তাদের বিরাজমান সংকট থেকে মুক্ত করতে পারার মধ্যেই নিজের কাজের আনন্দ খুঁজে নেন করিম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights