২০২৩ সালে অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ২০ শতাংশ বেড়েছে

অনলাইন ডেস্ক
ভূমধ্যসাগর হয়ে নৌকায় চেপে অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানোর প্রচেষ্টা চালাতে গিয়ে প্রতিবছরই শত শত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হচ্ছে

২০২৩ সালে বিশ্বের বিভিন্ন রুটে অন্তত আট হাজার ৫৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। বুধবার (৬ মার্চ) জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। তাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এর আগে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে ২০১৬ সালে। তখন রেকর্ড আট হাজার ৮৪ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান।
আইওএম জানিয়েছেন, নিরাপদ অভিবাসনের পথ সীমিত হওয়ার কারণে হাজার হাজার মানুষ প্রতি বছর অবৈধ পথ বেছে নেয়।বলা হয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের জন্য সবেচেয়ে প্রাণঘাতী রুট হলো ভূমধ্যসাগর। গত বছর অন্তত ৩ হাজার ১২৯ জনের মৃত্যু ও নিখোঁজ রেকর্ড করা হয় এই পথে।

২০২৩ সালে অর্ধেকের বেশি অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু হয় পানিতে ডুবে। ৯ শতাংশের মৃত্যু হয় গাড়ি দুর্ঘটনায় ও ৭ শতাংশের মৃত্যু হয় সহিংসতায়।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights