২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে রেকর্ড ৪ কোটি ৬০ লাখ টোল আদায়

অনলাইন ডেস্ক
পদ্মা সেতুতে টোল আদায়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। সোমবার পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে পার হয়েছে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন। এ থেকেই ওই পরিমাণ টোল আদায় করা হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকা এবং জাজিরা প্রান্তে ১ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে বলে জানান তিনি।

এর আগে, স্বপ্নের পদ্মা সেতু থেকে সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার টোল আদায় হয়েছিল।
যান চলাচল শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৫৭ লাখেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। সেতু উদ্বোধনের পর এখন পর্যন্ত সর্বমোট টোল আদায় হয়েছে ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকা।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিণ-পশ্চিম বঙ্গের ২১ জেলার মানুষের সঙ্গে রাজধানী ঢাকাকে সরাসরি সড়ক পথে যুক্ত করেছে। উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করছে পদ্মা সেতু দিয়ে। ফলে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights