৬ তারিখ রাত থেকেই পাহারা দেব : বাবলা
ঢাকা-৪ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘জনগণের ভোট ছিনতাইয়ের চেষ্টা করা হলে তার জন্য কাফফারা দিতে হবে। প্রতিটি ভোটকেন্দ্র আমরা জনগণকে সাথে নিয়ে ৬ তারিখ রাত থেকেই পাহারা দেব।’
তিনি বলেন, ‘সুষ্ঠু ভোটের যারা অন্তরায় তাদের প্রতিহত করতে ভোটাররা প্রস্তুত।’
আজ বৃহস্পতিবার নিজের নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
নির্বাচনি প্রচারণার শেষ দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বিরামহীন প্রচারণা চালিয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা।
বৃহস্পতিবার তিনি ৬টি পথসভায় বক্তব্য রাখেন। এছাড়া লাঙ্গলের সমর্থনে দুটি নির্বাচনি মিছিলে নেতৃত্ব দেন।