আইপিএলে অনিশ্চিত পান্ত
গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পান্তের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এখন সুস্থ হতে অনেকটা সময় লাগবে তাঁর। চিকিৎসক জানিয়েছেন, সুস্থ হতে ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে পান্তের। এই সময়ে বেশ কয়েকটি সিরিজে মাঠে নামা হবে না ভারতের উইকেটরক্ষকের।
পান্তের অবস্থা নিয়ে কথা বলেছেন ক্রীড়া বিভাগের ডাক্তার কামার আজম। তার কথায় নিশ্চিত নয় যে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন পান্ত। তবে মনে করা হচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে পারবেন না তিনি। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল।
রবিবার (১ জানুয়ারি) ক্রীড়া বিভাগের ডাক্তার কামার আজম বলেন, ‘লিগামেন্টে যে ধরনের চোট রয়েছে, সেটা সারতে পান্তের অন্তত তিন থেকে ছয় মাস সময় লাগবে। চোটের অভিঘাত গুরুতর হলে, আরও বেশি সময় লাগবে। পূর্ণাঙ্গ চোটের রিপোর্ট পেলেই কেবল সঠিক সময় বলা যাবে।’
বর্তমানে দেরাদূনের হাসপাতালে আছেন রিশভ পান্ত। সেখানকার এক ডাক্তার বলেছেন, ‘প্রতিনিয়ত পন্তের শারীরিক অবস্থা কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। পন্ত স্থিতিশীল রয়েছেন। জীবনহানি জাতীয় কোনো ধরনের চোটে আপাতত ভুগছে না। হাসপাতালে পন্তের সঙ্গে তার মা-ও রয়েছেন।’
গত শুক্রবার (৩০ ডিসেম্বর) ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ভারতের ক্রিকেটার রিশভ পান্ত। ভোরে বাড়ি ফেরার সময় তার গাড়ি সড়ক ডিভাইডারে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর তাতে আগুন ধরে যায়। প্রথমে প্রাথমিকভাবে পান্তকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর তাকে দেরাদূনের হাসপাতালে ভর্তি করা হয়।