উপ-নির্বাচন : ৩টি আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ, দুটিতে দিবে ওয়ার্কার্স-জাসদ

ছয়টি উপ-নির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়ে আওয়ামী লীগ। দুটিতে দিবে ১৪ দলের শরীক ওয়ার্কাস পার্টি ও জাসদ এবং বাকি একটি আসন সবার জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে।

রবিবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন সভায় এ সিদ্বান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভানেত্রী শেখ হাসিনা।

বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, চাপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। ব্রাক্ষণবাড়িয়া-২ সবার জন্য উম্মুক্ত।
অন্যদিকে, ঠাঁকুরগাও-৩ ও বগুড়া-৪ আসনে ১৪ দলের থেকে মনোনয়ন দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *