এবার অধরার নায়ক ইভান

ঢাকাই চলচ্চিত্রে চিত্রনায়ক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছে ইভান সাইরের। দীর্ঘদিন ধরে অভিনয় আর উপস্থাপনা নিয়ে থাকলেও এবার অভিষিক্ত হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রে। আর প্রথম চলচ্চিত্রে নিজের নায়িকা হিসেবে পাচ্ছেন অধরা খানকে। ‘ঠোকর’ নামের এই চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মাজহার বাবু।

জানা গেছে, মুভি টাইম প্রযোজনা সংস্থার ব্যানারে ‘ঠোকর’ ছবিটি নির্মিত হচ্ছে। শিগগিরই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। এই সিনেমা নিয়ে নির্মাতা বলছেন, গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সাথে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব। খুব দ্রুতই সিনেমার শুটিং শুরু হবে।

অধরা খান বলেন, বাবু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। এবার তার পরিচালনায় কাজ করব- এটা সত্যিই ভালো লাগার বিষয়। আর আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। আশা করছি, নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারব।
ইভান সাইর বলেন, উপস্থাপনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত আছি দীর্ঘদিন। এবার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এই অনুভূতি বলে বোঝাতে পারব না। ‘ঠোকর’-এ আমার চরিত্রটি দারুণ। এর জন্য নিজের লুক তৈরি করা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ভালো একটি প্রজেক্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *