কনকনে শীতে কাঁপছে কুড়িগ্রাম
কুড়িগ্রামে কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে ঘন কুয়াশা বাড়তে থাকে। এছড়াও দুপুরের আগ পর্যন্ত আকাশ মেঘে ঢাকা থাকে।
গত তিনদিন ধরে জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে। রবিবার সকাল ৯টায় স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জেলায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ অবস্থায় নিন্ম আয়ের মানুষের ভোগান্তি ক্রমেই বাড়ছে। এদিকে, অতিরিক্ত ঠান্ডায় ঘর থেকে মানুষজন বের হতে পারছেন না।সদ্য রোপন করা বোরো বীজতলাগুলো ঠান্ডায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা হচ্ছে।গবাদি পশু ও বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পড়েছে এ ঠান্ডায় চরম বিপাকে।
সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকার বাসিন্দা আব্দুর রহমান জানান, শীতের কারনে বীজতলার বীজ কুকড়ে যাচ্ছে। বেশিদিন কুয়াশা থাকলে নষ্ট হতে পারে। অন্যদিকে, পৌর এলাকার ঘোষপাড়ার বাসিন্দা মালতি রানী জানান, এ শীতে গরু ছাগল ও অন্যান্য গবাদি পশুর ঠান্ডায় খুব সমস্যা সৃষ্টি হয়েছে। অতিরিক্ত ঠান্ডায় মানুষের কষ্ট বেড়েছে।
সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হলেও আরো পর্যাপ্ত শীতবস্ত্র প্রয়োজন বলে দাবি এলাকার শীতার্ত মানুষের।