করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন পর্বে চীন: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আরও প্রচেষ্টা এবং ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, তার দেশ করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন পর্বে প্রবেশ করেছে।

শনিবার মহামারি নিয়ে এক জন-বক্তৃতায় শি জিনপিং বলেন, করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আমরা নতুন পর্বে প্রবেশ করেছি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, তিন সপ্তাহ আগে চীন দেশের ভেতর থাকা করোনার কঠোর বিধি-নিষেধ শিথিল করে। এরপর দেশটিতে ব্যাপক সংক্রমণের খবর পাওয়া যায়।
এএফপির এক প্রতিবেদন অনুসারে, চীনের হাসপাতালগুলো করানোভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী সামলাতে হিমশিম খাচ্ছে।

এসবের মধ্যে চীনের প্রেসিডেন্ট করোনার বিরুদ্ধে লড়াই নিয়ে এই মন্তব্য করলেন। শনিবার বক্তৃতায় শি জিনপিং বলেন, ‘আমাদের এখনও লড়াই করতে হচ্ছে। সবাই অত্যন্ত সংযম সাধন করছে এবং কঠোর পরিশ্রম করছে। আমাদের সামনে সকাল। চলুন, সবাই ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম করি। অধ্যবসায় মানেই সফলতা, ঐক্য মানেই সফলতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *