কুমিল্লায় ১৮ বছর পর সেই স্কুলে বই উৎসব

কুমিল্লার নগরীর দক্ষিণ কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার ১৮বছর পর স্কুলটির নতুনভাবে কার্যক্রম শুরু হয়। রবিবার স্কুলটিতে শতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান জানান, ২০০৩ সালে স্কুলটি বন্ধ হয়ে যায়। আমরা উদ্যোগ নিয়ে পুনরায় চালু করি। স্থানীয় এমপি মহোদয় নতুন ঘরের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। আমাদের আদর্শ সদরের উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক শিকদার ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারজানা হায়দারসহ অন্যান্যরা স্কুলটির শিক্ষার মান বাড়াতে কাজ করছেন।

বিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, হেলপড়া টিনের ঘরটি নতুন বছরে নতুন রূপ ধারণ করেছে। ফুল আর রঙিন কাগজে উৎসবের আমেজ দেয়া হয়েছে। শিশুদের কলকাকলিতে মুখরিত চারপাশ।
স্কুলের নিকটবর্তী বাসিন্দা অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক বলেন, একসময় ঘুম ভাঙতো শিক্ষার্থীদের পড়ার শব্দে। মাঝেমধ্যে বিদ্যালয়ে ঘুরে যেতাম। শিক্ষকদের সাথে কথা বলতাম। কিন্তু ১৮ বছর আগে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। এটি পুনরায় চালু হওয়ায় ভালো লাগছে। সঠিক তদারকিতে স্কুলের শিক্ষার মান বাড়বে বলে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *