গুরুদাসপুরে নালা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নাটোরের গুরুদাসপুরে চলনবিলের একটি নালা থেকে ভারসাম্যহীন এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। রবিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী মাঠের চলনবিলের একটি নালায় মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিলহরিবাড়ী এলাকা থেকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত যুবকের মরদেহটি কাদা মাটির ওপরে দেখতে পাই। স্থানীয়দের তথ্য মতে যুবকটি ভারসাম্যহীন। বয়স আনুমানিক ৩০ বছর।
গতকালকে এই এলাকার বিভিন্ন জায়গায় ভারসাম্যহীনভাবে ঘোরাফেরা করেছে এই যুবক। ইতিমধ্যেই পিবিআই ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।