চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরে নিখোঁজের দু’দিন পর আলহাদ (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলহাদ হচ্ছে একই গ্রামের বাবলুর ছেলে। সে নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। রবিবার দুপুরে শাহাজাহানপুর মহলদারপাড়ার আশ্রয়ণ প্রকল্পের নিজ বাড়ির কাছে একটি ল্যাট্রিনের ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত দু’দিন আগে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে এবং তাকে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। এদিকে রবিবার দুপুর ১টার দিকে এলাকাবাসি মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। ওসি এ কে এম আলমগীর জাহান জানান, তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পাওয়া গেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *